গ্রাম আদালত বিধিমালা, ২০১৬ তে ৩৮ টি বিধি আছে। সংসদ সাধারণত মূল আইনে মৌলিক (substantive) বিষয়ে বিধান করে থাকে এবং উক্ত আইনকে বাস্তবায়নের জন্য এর পদ্ধতিগত (prosedural) বিষয়ে বিধান করার জন্য সরকারকে বিধি প্রণয়েনর ক্ষমতা প্রদান করে থাকে। গ্রাম আদালত আইন, ২০০৬ এর উদ্দেশ্য পূরণকল্পে উক্ত আইনের ধারা ২০ এ সরকারকে সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা বিধি প্রণয়নের ক্ষমতা প্রদান করা হয়েছে। উক্ত ক্ষমতাবলে সরকার গ্রাম আদালত বিধিমালা, ২০১৬ প্রণয়ন করেছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস